বিগত ২৬/০৭/২০২১ইংরেজী তারিখ অনলাইন পত্রিকা “Teknaf Today. com” এর অর্থ বাণিজ্য কলামে প্রকাশিত হলদিয়া পালং এম,কে,কে ব্রিকফিল্ড নিয়ে সতর্কী করন বিজ্ঞপ্তির ভিত্তিতে জবাব:

প্রাপকঃ মোঃ মোশাররফ হোসেন, পিতা-মরহুম মোঃ আবুল বাশার, সাংঃ মিজ্জির বাড়ী ছয়ছিলা, লোধপাড়া, ডাকঘর-লোধপাড়া, ৩৬০০, হাজীগঞ্জ, চাঁদপুর।
হালসাং-বাহারছড়া, ১০নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।

স্বত্বাধিকারীঃ এম, কে, কে ব্রিকফিল্ড, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার, মোবাইলঃ-০১৭১৫-০৭৭১২৬। জনাব আপনি বিগত ২৬/০৭/২০২১ ইংরেজী তারিখে অনলাইন পত্রিকা Teknaf Today.com এ আপনার মালিকানাধীন এম, কে, কে ব্রিকফিল্ড গত ১৮/০৭/২০২১ইংরেজী কক্সবাজার নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে ৯৮৬নং বিক্রয় রশিদ মূলে ১ম পক্ষ হিসেবে ২য় পক্ষ জনাব মিজানুর রহমান, পিতাঃ আলহাজ্ব মোহাম্মদ হোসাইন মেম্বার, সাং-ইকরা বীচ হোটেল, কলাতলী রোড, কক্সবাজার, পৌরসভা, জেলা-কক্সবাজারসহ অপর ৩জনের সহিত চুক্তি সম্পাদন করেছেন মর্মে উল্লেখ করেছেন।কিন্তু আপনি বিজ্ঞপ্তি দাতা জনাব মোঃ মোশাররফ হোসেনের সহিত আমরা জবাব দাতা মোঃ জসিম উদ্দিন, নুরুল কবির, মোঃ সোহেল ও রফিকুল ইসলামের সহিত বিগত ১১/১০/২০২০ ইংরেজী তারিখে জনাব এডভোকেট ফারুক ইকবাল, নোটারী পাবলিক, কক্সবাজার এ সম্পাদিত ও রেজিষ্ট্রিযুক্ত চুক্তি হয়। যার নংঃ- ২৭৪, উক্ত চুক্তি মূলে আপনি জনাব, মোঃ মোশাররফ হোসেন আমরা জবাব দাতা গণের নিকট হইতে পক্ষগণের মধ্যে ইট ক্রয় বিক্রয়ের চুক্তিগত” শিরোনামে ২২০০০০০/ (বাইশ লক্ষ্য টাকা) গ্রহণ করেন। উক্ত ২২০০০০০/ (বাইশ লক্ষ্য টাকার) মধ্যে আপনি ৪০০০০০/ (চার লক্ষ্য টাকা) পরিশোধ করেছেন ও ১৮০০০০০/ (আটার লক্ষ্য টাকা) পরিশোধ করেন নাই। এমতাবস্থায় আমাদের বকেয়া ১৮০০০০০/ (আটার লক্ষ্য টাকা) পরিশোধ না করে এম, কে, কে ব্রিক ফিল্ড, বিক্রয় কিংবা বিক্রয়ের চুক্তি আইনসিদ্ধ নয়। কারণ আমাদের সহিত আপনার টাকা লেনদেন আপনার মালিকানাধীন এম, কে, কে ব্রিক ফিল্ড সংশ্লিষ্ট।
এমতাবস্থায়, অত্র জবাব প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে আমরা বিজ্ঞপ্তির জবাব দাতাগণের পাওনা ১৮০০০০০/ (আটার লক্ষ টাকা) পরিশোধ করিয়া দিবেন। অন্যতায় আপনার বিরোদ্ধে বিগত ১১/১০/২০২০ ইংরেজী তারিখের ২৭৪ নং চুক্তির শর্তমতে আমাদের বকেয়া ১৮০০০০০/ (আটার লক্ষ্য টাকা) আদায়ের জন্য প্রচলিত আইনের বিধান অনুযায়ী দেওয়ানী ও ফৌজদারী আদালতে মামলা করিতে বাধ্য হইবো। যার দায় আপনার উপর বর্তাইবে। বিষয়টি অতীব জরুরী।

নিবেদকঃ
১। মোঃ জসিম উদ্দিন, পিতাঃ মরহুম ফয়েজ আহাম্মদ, সাং-উত্তর শ্রীকুল, ফতেখাঁরকুল, রামু।
মোবাইলঃ-০১৮১৯-৫১৯৫৪৬.
২। নুরুল কবির, পিতাঃ- মরহুম সুলতান আহাম্মদ, সাংঃ- চরপাড়া, জোয়ারিয়ানালা, রামু।
মোবাইলঃ-০১৮৩৫-৮৩৬৫১৫.
৩। মোঃ সোহেল, পিতাঃ- রশিদ আহাম্মদ, সাংঃ- মধ্যম মেরংলোয়া, রামু।
মোবাইলঃ-০১৮১৬-১৮৩৪৭৪.
৪। রফিকুল ইসলাম, পিতাঃ-জাফর আলম, সাংঃ-সাতঘরিয়া পাড়া, ফতেখারকুল, রামু।
মোবাইলঃ-০১৮১১-৬২২৯৭১.