আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
টানা তিনদিন ভারী বৃষ্টিপাতে জেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে গেছে। টেকনাফ উপজেলার সাবরাংয়ের পানিবন্দী হয়ে পড়া পরিবারগুলো ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা চান।
প্রধানমন্ত্রী’র উপহার খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন টেকনাফ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ জুলাই) উপজেলার সাবরাং ইউনিয়নের হাদুরছড়াসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী’র উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রী গুলো হলো- মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, চানাচুর ও পানি।
এসময় মানবিক সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন,”মানুষের বিপদে সরকার সবসময় পাশে থাকে। গণমানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সবসময় অসহায় মানুষের কথা চিন্তা করেন তেমনি আমরাও বিপদে মানুষের কাছে ছুটে যাই। কারন সরকার জনবান্ধব। সুযোগ্য জেলা প্রশাসক, কক্সবাজার মোঃ মামুনুর রশীদ স্যারের নির্দেশনা ও উপজেলা নির্বাহী আফিসার, টেকনাফ পারভেজ চৌধুরীর তত্ত্বাবধানে উপজেলার নিম্নাঞ্চল সাবরাং এলাকার পানিবন্দী মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী হিসেবে শুকনা খাবার (মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, চানাচুর, পানি) দেওয়া হয়। পানিতে ডুবে থাকার কারণে যাদের ঘরে রান্না হয়নি দুপুরের আগে তাদের কাছে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও ৩৩৩ নম্বরে আওতায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।