ইমাম খাইর, সিবিএনঃ
টানা ভারী বর্ষণ, প্লাবনের মাঝেও অব্যাহত রয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বিধিনিষেধ অমান্য করার অভিযোগে জরিমানা করা হয়েছে ৫১ ব্যক্তিকে।

সরকার ঘোষিত কঠোর লকডাউনের ষষ্ঠ দিন বুধবার (২৮ জুলাই) জেলাব্যাপী পরিচালিত ১৮ টি অভিযানে ৫১ জনের নিকট থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সরকারি আদেশ বাস্তবায়নে জেলা প্রশাসনের পৃথক মোবাইল কোর্ট এসব জরিমানা করে। এ সময় সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাহবুবা মৌনা এসব তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য মতে, বুধবার কক্সবাজার পৌরসভায় ১৬ জন ৮৮০০ টাকা, সদরের অন্যান্য এলাকায় তিনজন ৫০০ টাকা, চকরিয়ায় একজন ৩০০ টাকা, পেকুয়ায় ৯ জন ৩০০০ টাকা, মহেশখালীতে ৯ জন ৬৫০০ টাকা, রামুতে পাঁচজন ৫০০০টাকা, উখিয়ায় দুইজন ১০০০ টাকা এবং টেকনাফে ৬ জনকে ১৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, লকডাউনের প্রথম দিন ১৩৬ জনকে ৬৪ হাজার ৪৫০ টাকা, দ্বিতীয় দিন ১৩৭ জনকে ৫৭ হাজার ৬০০ টাকা, তৃতীয় দিন ২৩৩ জনকে ১,৪৮,৫৪০ টাকা, চতুর্থ দিন ২০১ জনকে মোট ১ লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকা এবং পঞ্চম দিনে ৮৮ জনকে মোট ৫৬ হাজার ৮৫০  টাকা জরিমানা করা হয়।