শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

একদিকে বেড়িবাঁধ না থাকায় অন্য দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে গত ৫ দিন ধরে জোয়ারের পানিতে ভাসছে কুতুবদিয়ার আলি আকবর ডেইলের কাজীর পাড়া, নাছিয়ার পাড়া, হকদার পাড়া, তেলি পাড়া, হায়দার পাড়া, পন্ডিত পাড়া, চৌধুরী পাড়া, বায়ু বিদ্যুৎ কেন্দ্র ও উত্তর ধূরুং ইউনিয়নের কাইসার পাড়াসহ মোট ১০টি এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজারো বেশি পরিবার ।

বুধবার (২৮ জুলাই ) দুপুর ১টার দিকে আবারো জোয়ারে পানিতে এসব এলাকা প্লাবিত হয়।

শুক্কুর, করিম, হামিদুর, মোবারক, রমিজ, বাদশা বলেন, বেড়ীবাঁধ না থাকায় একদিকে পূর্ণিমার জোয়ারের পানি অন্যদিকে বৃষ্টি এবং সাগরে লঘুচাপ সৃষ্টি কারণে ৫ দিন ধরে ভাসছি জোয়ারের পানিতে জানিনা আর কত দিন
ভাসতে হবে? তাদের দাবী খাদ্য দিয়ে সহায়তা না করে টেকসই বেড়িবাঁধ দিয়ে জীবন বাঁচান।

পানিবন্দি নাসিমা আক্তার , নুরজাহান ও নাঈমা বলেন, জোয়ারে পুরো এলাকা পানিতে ডুবে গেছে। ঘরে রান্না-বান্না বন্ধ রয়েছে। আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি।

স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম চৌধুরী (বাচ্চু) বলেন , বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় গত কয়েক বছর ধরে কাহার পাড়া, কিরণ পাড়া, হায়দার পাড়া, তেলী পাড়া, পন্ডিত পাড়া, কাজীর পাড়াসহ কয়েক হাজার পরিবার জোয়ার হলেই আশ্রয় কেন্দ্রে চলে যান। আবার জোয়ার শেষ হলে বাড়ি ফিরে। এভাবে দিন কাটছে পানি বন্দি স্থানীয় বাসিন্দারা ।

এ ব্যাপারে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা (বি.কম) বলেন, কাজীর পাড়া, পন্ডিত পারা, তেলি পাড়া, হায়দার পাড়া, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের ভাঙ্গন বেড়িবাঁধ এলাকায় জিও ব্যাগ দিয়ে জোয়ারের পানি ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাদের বলার পরও তারা শুনে নি। আজ আমার ইউনিয়ন ৬দিন যাবত জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। এগুলো কি তারা দেখে না। তাদের কারণ আজ এ অবস্থা। অতি শিগগিরী বেড়িবাঁধ চাই।

এদিকে, জোয়ারের পানিতে সর্বহারা মানুষের অবস্থা দেখতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: নুরের জামান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Aa