মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অতিবৃষ্টিতে পাহাড় ধসে ৫ জন রোহিঙ্গা শরনার্থী নিহত এবং ২ জন আহত হয়েছে। মঙ্গলবার ২৭ জুলাই সকাল ১০ টার দিকে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-জি/৩৭ এবং জি/৩৮ এ ঘটনা ঘটে।
উখিয়ার পান বাজার এপিবিএন ৯ নম্বর পুলিশ ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতেরা হচ্ছে-১০ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-জি/৩৭ এর একই পরিবারের সদস্য (১) দিল বাহার (৪২), স্বামী-শাহ আলম, (২) শফিউল আলম (৯), পিতা-শাহ আলম।
একই ক্যাম্পের ব্লক-জি/৩৮ এর একই পরিবারের সদস্য (১) দিল বাহার (২৫) স্বামী-ইউসুফ, এফসিএন নং-২০১১৫৯।
(২) আড়াই বছর বয়সী শিশু আব্দুর রহমান, পিতা ইউসুফ,
এফসিএন নং-২০১১৫৯ এবং (৩) এক বছর বয়সী শিশু আয়েশা সিদ্দিকা, পিতা- ইউসুফ, এফসিএন নং-২০১১৫৯।
আহতরা হচ্ছে-একই ক্যাম্পের ব্লক-জি/৩৭ এর (১) নুর ফাতেমা (১৪), পিতা- শাহ আলম, (২) জানে আলম(৮) পিতা-শাহ আলম।
এপিবিএন সদস্যরা নিহতদের উদ্ধার এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। পানবাজার এপিবিএন পুলিশ ক্যাম্প এ বিষয়ে একটি জিডি করেছে। যার নং-৭৯৯ বলে জানিয়েছে।