পোকখালী প্লাবিত

প্রকাশ: ২৭ জুলাই, ২০২১ ০২:৩৬ , আপডেট: ২৭ জুলাই, ২০২১ ০২:৪১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ইমাম খাইর, সিবিএনঃ
গত ক’দিনের টানা বর্ষণে ঈদগাঁও উপজেলার পোকখালীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বানের পানি এখন বসতবাড়ির উঠোনে। সড়কে পানি আর পানি। ভেঙে গেছে বেড়িবাঁধ। জলমগ্ন হয়ে আছে গ্রামীণ জনপদের বেশির খেতখামার। দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের।
ইউপি সচিব এম. নুরুল কাদের জানান, মঙ্গলবার সকালে মধ্যম পোকখালীর ৩ নং ওয়া‌র্ডের মৌলভী না‌ছির আহম‌দের বা‌ড়ির পা‌শ দি‌য়ে ব‌য়ে যাওয়া নদীর প্রবল স্রে‌াতে বাঁধ ভে‌ঙ্গে লোকাল‌য়ে পা‌নি প্র‌বেশ ক‌রে। পু‌রো এলাকা এখন পা‌নি বন্দী। এ‌তে ঘরবা‌ড়ি ও অবকাঠা‌মোর ব্যাপক ক্ষয়ক্ষ‌তির আশংকা করা হ‌চ্ছে।
জনজীব‌নে নে‌মে আস‌তে পা‌রে চরম দুর্দশা ও ভোগা‌ন্তি।
প্লাবিত ও ক্ষ‌তিগ্রস্ত জায়গা প‌রিদর্শন ক‌রেছেন ইউ‌পি চেয়ারম্যান র‌ফিক আহমদ।
ভোগান্তির শিকার মানুষকে সহমর্মিতা প্রকাশ করেছেন।
ক্ষ‌তিগ্রস্ত বাঁধ নির্মাণ ও স্থানীয়দের সহায়তা প্রদানে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক, উপ‌জেলা চেয়ারম্যান ও উপ‌জেলা নির্বাহী অ‌ফিসারসহ সবার দৃষ্টি আকর্ষণ করেছেন চেয়ারম্যান র‌ফিক আহমদ।