আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
কঠোর লকডাউনের চতুর্থ দিনে বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে মামলা ও জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় ৯টি মামলায় ৮ হাজার ৩০০ টাকা অর্থদÐ দেওয়া হয়। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও শাহিনা সুলতানা বলেন,করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা রোধে প্রশাসন মাঠে কাজ করছে। কিন্তু সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খেতে হচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দোকানপাট খোলা রাখা, অযথা বাইরে ঘোরাঘুরিসহ নানা অজুহাতে গাড়ি চালানো হচ্ছে। এ কারণে জরিমানার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করছে প্রশাসন। সরকারের নির্দেশনা মানতে সবার প্রতি আহবান জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।