আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
কঠোর লকডাউন অমান্য করায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলা ও জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চাতরী চৌমুহনী বাজার,বটতলী রুস্তমহাট,কালা বিবি দীঘির মোড় ও আনোয়ারা সদরে এ অভিযান পরিচালনা করা হয়।
পৃথক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
এ সময় অহেতুক ঘোরাঘুরি,লকডাউন অমান্য করে দোকানপাট খোলা,স্বাস্থ্যবিধি না মেনে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলায় ৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন,সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে আছে উপজেলা প্রশাসন। বিনা প্রয়োজনে আড্ডা দেওয়া,বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা ও গাড়ি চালানোর দায়ে ১৮টি মামলায় এ জরিমানা আদায় করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে এ অভিযান চলমান থাকবে।