অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৬ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসে টিকা নিয়েছেন তিনি।

দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি এও জানান, রিজভী মডার্নার টিকা নিয়েছেন।

টিকা নেয়ার পর চার মাসেরও বেশি আগের ঘোষণার বিষয়টি স্মরণ করিয়ে দিলে রিজভী বলেন, ভারতে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা নেব না বলে কথা দিয়েছিলাম। আমি সেই কথা রেখেছি। ভারতের উৎপাদিত টিকা আমি নেইনি। নিয়েছি আমেরিকার তৈরি মডার্নার টিকা।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।