ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি স’মিলে অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৪০ ঘনফুট চিরাই কাঠ ও যন্ত্রাংশ জব্দ করা হয়।
তবে, কাঠ ও মিলের সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি।
অভিযানকালে জোয়ারিয়ানালা রেঞ্জ অফিসার সুলতান মাহমুদ টিটুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, জোয়ারিয়ানালা রেঞ্জ এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি স’মিলে অবৈধ কাঠ মজুত ও চিরাইয়ের খবর পেয়ে অভিযান চালানো হয়।
রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রাথমিকভাবে প্রায় ৪০ ঘনফুট চিরাই কাঠ ও যন্ত্রাংশ জব্দ করা হয়।
তিনি জানান, বনভূমি দখল করে যে সকল অবৈধ স্থাপনা ও স’মিল গড়ে উঠেছে এসবের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।