সংবাদদাতাঃ
আন্তর্জাতিক সেবাসংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং শেভরনের যুবশাখা লিও ক্লাব অব চিটাগাং শেভরন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ দুপুরে চট্টগ্রাম ও কক্সবাজারে একযোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খাবার বিতরণ করে। চট্টগ্রাম শহরের খুলশী থানাধীন ঝাউতলাস্থ পথশিশুদের নিয়ে গড়ে উঠা সংগঠন নৈতিক স্কুলে এবং কক্সবাজারের সমিতি পাড়া এলাকায় দিবা স্বপ্নচারী স্কুল নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পথশিশুদের স্কুলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। লিও জেলা ৩১৫ বি৪ এর জেলা সভাপতি লিও আফিফা ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেজানার লিও ইসমাইল বিন আজিজ আলভি।
এছাড়াও অনুষ্ঠানে লিও জেলা ৩১৫ বি৪ এর রিজিয়ন ডিরেক্টর (হেডকোয়ার্টার) ও লিও ক্লাব অব চিটাগং শেভরনের প্রতিষ্ঠাতা ও ক্লাব ডিরেক্টর লিও মাহাবুব মিঠন, লিও ক্লাব অব চিটাগং শেভরনের প্রেসিডেন্ট লিও মনির হোসেন, ভাইস প্রেসিডেন্ট লিও নাহিদা বেগম, সেক্রেটারি লিও মাহবুবা সুইটি, ট্রেজারার লিও নায়েবুল ইসলাম তুষার, মোহাম্মদ রনি, লিও জোবায়ের, লিও রাসেল মোহন, লিও তানজিনা আক্তার, লিও ক্যহ্লাং রাখাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লিও ক্লাব অব চিটাগং শেভরন যুব নেতৃত্বের প্লাটফর্ম হিসেবে তরুনদের নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সহযোগিতা করে থাকে।