জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে পশু কোরবানি দিতে গিয়ে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, কোরবানির গরু বা মহিষ কিংবা ছাগল জবাই করার সময় নগরীর বিভিন্ন এলাকাতে হাত পা কেটে আহত হয়ে লোকজন চমেকে এসে চিকিৎসা নিচ্ছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দ্বায়িত্বরত এসআই শীলব্রত বড়ুয়া বলেন, পশু কোরবানি দিতে গিয়ে নগরীর বিভিন্ন এলাকার ২০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের কারো হাত, কারো পা, এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে।

গরুর শিংয়ের গুঁতো খেয়ে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।