নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৪ জন।

বুধবার (২১ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৫৬১ জন এবং উপজেলার ২২৯ জন।

মারা যাওয়া ৪জনের মধ্যে নগরীর ৩জন এবং উপজেলার ১জন। এপর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে।

চবি ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষায় ৮৬ জনের, বিআইটিআইডি ল্যাবে ১১২০টি নমুনা পরীক্ষায় ১৩৪ জনের, চমেক ল্যাবে ২৬৫টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের, সিভাসু ল্যাবে ২৪৩টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের, কক্সবাজার মেক্যিাল কলেজ ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ২জনের, ১৫১টি অ্যান্টিজেন টেস্টে ৩৫ জনের, ইম্পেরিয়াল হাসপাতালে ৬৭ জনের, শেভরন ল্যাবে ৬৮৩ টি নমুনা পরীক্ষায় ১০৯ জনের, আরটিআরএল ল্যাবে ২৫ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪২ টি নমুনা পরীক্ষায় ২০ জনের এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।