শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুতুবদিয়াবাসীর নিম্নোক্ত নির্দেশনাবলি মেনে ঈদুল আযহা উদযাপন করার জন্য অনুরোধ করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার।

এক বিবৃতিতে তিনি এ নির্দেশনাগুলো প্রদান করেন।

০১.লবন লাগানো ছাড়া কোরবানির পশুর চামড়া ঘাট পারাপার করা যাবেনা।

০২.ঈদের জামায়াতকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা বা ফৌজদারি অপরাধ করবেন না।

০৩. পশুর চামড়া ক্রয়-বিক্রয় নিয়ে সিন্ডিকেট তৈরি বা বিশৃঙ্খলা করবেন না।

০৪.ঈদের জামায়াতের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুমুক্ত করতে হবে।

০৫.সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াত আদায় করবেন।

০৬.ঈদের জামায়াতে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে বাড়ী থেকে ওযু করে জায়নামাজ নিয়ে আসবেন।

০৭.কোরবানির পশু জবাইয়ের স্থান পরিস্কার পরিচ্ছন্ন করাসহ ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে রাখবেন যাতে ময়লার দূর্গন্ধে পরিবেশ দূষিত না হয়।

০৮.যাত্রীবাহী স্প্রীডবোট/ট্রলার নির্ধারিত যাত্রীর অধিকহারে পারাপার হয়ে মৃত্যুর ঝুঁকি নেবেন না।
করোনার মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।