সাইদুল ইসলাম ফরহাদ :

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা শিবিরের ব্লক-৮ এর ‘এ’ থেকে এই আগুনের সূত্রপাত হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ সিহাব কায়সার খান জানান, বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা শিবিরে ব্লক-এ থেকে জনৈক এক রোহিঙ্গার বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে আর্মড পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ফায়ার ব্রিগেডসহ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, আগুন কিসের তা এখনো বলা যাচ্ছেনা। সেই সঙ্গে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা হয়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০ থেকে ৩০টি ঘর পুড়ে ছাই হয় গেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে রোহিঙ্গা শিবিরে। ইতোপূর্বে অনেক সময় রোহিঙ্গা দুর্বৃত্তেরা উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দিয়েছে বলেও জানা গেছে। ঈদের রাতে এমন আগুনের ঘটনা ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। বিষয়টি খতিয়ে দেখার দাবি তাদের।