মোঃ নাজিম উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের কিছু গ্রামের মানুষ আজ সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল আযহার ঈদ পালন করছেন। চন্দ্র মাসের তারিখ অনুযায়ী বাংলাদেশে ২১ জুলাই বুধবার পবিত্র ঈদ উল আযহার ঈদ পালন করার কথা থাকলেও মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা শত বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ পালন করেন। সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবছরও পশু কোরবানি করবেন দরবার শরীফের অনুসারীরা।

মির্জাখীল দরবার শরীফ এর সুফি সাধক সৈয়্যদ মাওলানা মোহাম্মদ মোখলেছুর রহমান (র.) শাহ’র জাহাঁগিরী আনুমানিক ২৫০ বছর আগে থেকে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পালন করার নিয়ম প্রর্বতন করেন। তারই ধারাবাহিকতায় এখনও এ নিয়ম মেনে আসছেন এ দরবারের ভক্ত ও অনুসারীরা।

সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের পরিচালনা কমিটির সচিব মাষ্টার বজলুর রহমান জানান, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে একদিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছি।আজ মঙ্গলবার যে সকল গ্রামের দরবার শরীফের অনুসারীরা ঈদুল আযহার নামাজ আদায় করবেন, সাতকানিয়ার সোনাকানিয়া, মির্জাখীল, গারাংগিয়া, বাজালিয়া, এওচিয়া,কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, সাতকানিয়া পৌরসভা, লোহাগাড়ার বড়হাতিয়া, কলাউজান, চুনতি, পুটিবিলা, সুখছড়ি, বাংলাবাজার, চন্দনাইশের কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, ধোপাছড়ি , দোহাজারি, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ,মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, বাশখালীর জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারা,ছনুয়া, সাধনপুর,আনোয়ারার তৈলারদ্বীপ ও চৌমুহনি।

এছাড়া পটিয়া,বোয়ালখালী, হাটাহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন স্থানে যেখানে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছেন তারাও ঈদুল আযহার নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

মির্জাখীল দরবার শরীফে অনুষ্টিত ঈদুল আযহার নামাজে ইমামতি করবেন পীরজাদা সৈয়্যদ মাওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমান ছাহেব। সকাল সাড়ে ৯ টায় দরবার শরীফে জামাত অনুষ্ঠিত হবে।