হোবাইব সজীব, মহেশখালী:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে চাকুরী করতে গিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ৬ দিনে ১২ জনের করেনা শনাক্ত হয়েছে। তৎমধ্যে ১ জন মাতারবাড়ীর বাসিন্দা। বাকীরা দেশের বিভিন্ন এলাকার। খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা প্রশাসন মাতারবাড়ী লকডাউন করে দিয়েছে ৩টি বাড়ী।

এদিকে নবাগত মহেশখালী সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার (১৯ জুলাই) বিকাল ৪ টার সময় মাতারবাড়ীতে লকডাউনকৃত বাড়ী ঘর পরিদর্শন করে তাঁদের খোঁজ খবর নেন।

করোনা পজিটিভ লোকজন হচ্ছে, কিশোরগঞ্জের এনামুল হক, গাইবান্ধার মোঃ রকি, হুমায়ুন কবির, তরিকুল ইসলাম, ময়মনসিংহের শান্ত, নাটোরের মেহেদী , নারায়ণগঞ্জর সানি, শহীদুল ইসলাম , লিটন সরকার , ভ্রাম্যণ বাড়ীয়ার বশির , বিজিএস এনজিওতে কর্মরত ডাঃ এস এম হানিফ, মাতারবাড়ীর স্থানীয় বাসিন্দা রাজিব।

বিষয়টি সত্যতা স্বীকার করে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদদের সচিব রশিদ বলেন, মাতারবাড়ী পুরান বাজারের ফজল কাদিরের মালিকানাধীন আরিফ ম্যানশন, নতুনবাজারস্থ বিজিএস অফিস ও রাজিবের বাড়ী লকডাউন করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।