মোঃ আরাফাত সানী, টেকনাফ :

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ন হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে (বার হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে (বিজিবি) সদস্যরা। সোমবার (১৯ জুলাই) সকালে হোয়াইক্যং চেকপোস্টে এ ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং চেকপোস্টে পৌছালে বিজিবি সদস্যরা থামানোর সিগন্যাল দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ধাওয়া করে তাকে আটকের পর তল্লাশী চালিয়ে মোটরসাইকেলে অভিনব কায়দায় তেলের টাংকির ভিতরে লুকায়িত অবস্থায় (বার হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃত মোঃ মামুন (২০) হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া মন্জুর আরমের ছেলে।

বিজিবি’র কর্মকর্তা আরো জানান, আটককৃত আসামি জব্দ কৃত ইয়াবা ও মোটরসাইকেল সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।