এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নগদ আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৮ জুলাই) বিকালে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়।

এসময় তিনি বলেন, করোনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবিকা হারিয়েছে। তাই তাদের প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই মানবিক সহায়তা পবিত্র ঈদুল আজহায় তাদের অভাব-অনটন দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান, সৈয়দ মুরাদ ইসলাম।