মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

শনিবার ১৭ জুলাই কক্সবাজার জেলায় ২ টি প্রতিষ্ঠানে ২ ধরনের পদ্ধতিতে করোনা’র নমুনা টেস্ট করে মোট ১৩৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

তারমধ্যে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৭০ জনের নমুনা টেস্ট করে ১০১ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৩৬৯ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

এছাড়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালে একইদিন ১১৫ জনের র‍্যাপিড এন্টিজেন টেস্ট (Rapid Antigen Test-RAT) পদ্ধতিতে নমুনা টেস্ট করে ৩৫ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ শনাক্ত করা হয়। বাকী ৮০ জনের টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের (পিসিআর) ল্যাবে শনাক্ত হওয়া ১০১ জন করোনা রোগীর মধ্যে ৬ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৯৫ জনের মধ্যে ১ জন বান্দরবান জেলার রোগী। অবশিষ্ট ৯৪ সকলেই কক্সবাজারের রোগী।

তারমধ্যে, ১৬ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া সদর উপজেলায় ৩৩ জন, উখিয়া উপজেলায় ৮ জন, রামু উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ২০ জন, চকরিয়া উপজেলায় ৩ জন, পেকুয়া উপজেলায় ২ জন এবং মহেশখালী উপজেলার ৫ জন রোগী রয়েছে।

আবার কক্সবাজার জেলা সদর হাসপাতালে র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে নমুনা টেস্ট করে আজ করোনা শনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার রোগী ২৯ জন, চকরিয়া উপজেলার রোগী ৩ জন, রামু উপজেলার রোগী ১ জন, উখিয়া উপজেলার রোগী ১ জন এবং টেকনাফ উপজেলার রোগী ১ জন।

এনিয়ে, ২ টি প্রতিষ্ঠানে আজ ১৭ জুলাই পর্যন্ত শনাক্ত হওয়া রোগী সহ কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-১৫ হাজার ১৬৫ জন। এগুলো ছাড়া কক্সবাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমুহে র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে আজ করোনা শনাক্ত হওয়া রোগীও রয়েছে। যা প্রতিদিন জেলার করোনা শনাক্ত হওয়া রোগীর মোট সংখ্যা নিরূপণে যোগ হবে।

এদিকে, গত ১৬ জুলাই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মৃত্যুবরণ করেছে ১৪৪ জন। তারমধ্যে, ২৪ জন রোহিঙ্গা শরনার্থী। ১৬ জুলাই একদিনেই কক্সবাজারে ৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছে। ১৫ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করার সংখ্যা ছিল মোট ১৪১ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’২১% ভাগ।

একইসময়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ১৮০ জন করোনা রোগী। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮১’০১% ভাগ। ১৬ জুলাই কক্সবাজার জেলায় করোনার নমুনা টেস্টের তুলনায় পজেটিভিটির হার ছিল শতকরা ১৭’৭০ ভাগ।