সাজন বড়ুয়া সাজু:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিজস্ব কার্যালয়ে ১৭জুলাই শনিবার কঠোর লকডাউন শিথিল হওয়ায় ঘরবন্দী থাকা দরিদ্র শিশুদের মাঝে ১ম ধাপের কাপড় বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সায়মুন সংসদ। কাপড় বিতরণ উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম। তিনি বলেন,  সায়মুন সংসদ কক্সবাজারে সুবিধাবঞ্চিতদের জন্য বহুমুখী কাজ করে যাচ্ছে।  সেবামূলক কাজে সায়মুন সংসদ ভূয়সি প্রশংসার দাবিদার।

সংস্থার সভাপতি ও কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নুরুল আবছার সিকদার বলেন, উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম  আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। বর্তমানে দেশের ক্লান্তিলগ্ন সময়ে কঠোর লকডাউনে আমরা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত কেউ ভাল নেই তাদের ১ম ধাপে ১০০ জন,২য় ধাপে কাল ১০০,এবং ৩য় ও শেষ ধাপে আরও ১০০জনকে বিতরণ করব ।

এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার মোঃ সেলিম উদ্দিন, প্রভাষক রোমেনা আক্তার, ইমরুল সাহেদ, প্রভাষক মং ওয়ান নাইন, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক মুজাহিদুল হক, মোঃ সেলিম নেওয়াজ, ডাঃ নিপু বড়ুয়া, আমিনুর রশিদ,জোবাইরুল ইসলাম,আহমদ ছফা, মোহাম্মদ রাশেদুল ইসলাম,ডাঃ আশিক ইকবাল,এইচ এম রায়হান উদ্দিন,মাষ্টার সাইফুল ইসলাম,ফোরকান আজাদ, কুলছুমা আক্তার,মোঃ মহিউদ্দিন,মোঃ ইউসুফ আলী, মামুন শর্মা ,জনি বড়ুয়া, রাজিব দাশসহ প্রমুখ