সংবাদ বিজ্ঞপ্তিঃ
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব নোনাছড়ি গ্রামে অবস্থিত খলিফা উমর (রঃ) নূরানী মাদ্রাসার পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) নূরানী মাদ্রাসার একাডেমি ভবনে সম্মিলিত আলাপ আলোচনার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানটি প্রথম ও পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে সভাপতি করা হয়েছে তরুণ সমাজ কর্মী বেলাল উদ্দিন এবং সেক্রেটারী করা হয়েছে তরুণ ব্যাংকার হারুন আল রশিদ রিয়াদ। ১৫ সদস্যদের এই কমিটিতে আরও যারা আছেন, সহ সভাপতি ফুরকান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার, অর্থ সম্পাদক মোহাম্মদ বাবুল, সহ অর্থ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কলিম উল্লাহ ও রায়হান মার্শাল ডালিম, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক সারওয়ার কামাল সাহেদ এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবদুর রহমান, আবদু শুক্কুর, আবদুল গফুর, নুরুল আমিন ও সায়মনুর রশিদ। উল্লেখ্য, এলাকাবাসীর পরামর্শ ক্রমে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সম্মানিত এমইউপি মফিজুর রহমানের তত্ত্বাবধানে গত ৯ জুলাই এই কমিটি এলাকাবাসীর সামনে প্রস্তাবিত হয়। পরবর্তীতে গত ১৬ জুলাই জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স পূর্নাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।
নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারি উভয়ই এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য এলাকাবাসী, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ২০২০ সালে খলিফা উমর (রঃ) নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে ১২০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে।
খলিফা উমর (রঃ) নূরানী মাদ্রাসার পরিচালনা কমিটি গঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
