নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের খুরুশকুলের গাজীর ডেইল নিবাসী মরহুম আলতাজ মেম্বারের সহধর্মীনি গুলচেমন আরার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টায় গাজীর ডেইল কবরস্থান মাঠে নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমার মেজ ছেলে হাফেজ শাহ আলম।

জানাজার মাঠে উপস্থিত শোকাহত জনতার নিকট মায়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেন মরহুমার বড় ছেলে হাজি জাফর আলম।

নামাজে জানাজা উপস্থিত ছিলেন- চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, আমানুল হক আমান, আবদুল মাবুদ, আলহাজ্ব কাজি মনজুর আলম, খুরুশকুল উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মনসুর আলম আজাদ, মাওলানা মোস্তাক আহমেদ, শাহ আলম ছিদ্দিকী, শাহজাহান ছিদ্দিকী, আবদুর রহিম, সাবেক মেম্বার আবদুস ছবিহ।

গত ১৪ জুলাই দুপুর সাড়ে ১২টায় মারা যান গুলচেমন আরা।

মরহুমার ছয় ছেলেদের মধ্যে বড় ছেলে জাফর আলম একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও সমাজসেবক, মেঝ ছেলে হাফেজ মৌলানা শাহ আলম, তৃতীয় ছেলে খোরশেদ আলম সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, চতুর্থ ছেলে মাস্টার নুরুল আলম সহকারী এস কে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক, ৫ম ছেলে ফরিদুল আলম কম্পিউটার ইঞ্জিনিয়ার অনার্স মাদ্রাজ, মাস্টার্স (ইউ কে) লন্ডন প্রবাসী, ছোট ছেলে রাশেদুল আলম এম বি এ চট্টগ্রাম ইউনিভার্সিটি ডাবল এমবিএ (ইউ কে লন্ডন), বর্তমানে পদ্মা অয়েল কোম্পানির মার্কেটিং অফিসার।

গুলচেমন আরার সন্তানদের প্রায় সবাই দেশের বাইরে থাকেন। তারা সবাই জানাজায় উপস্থিত ছিলেন।

এদিকে, গুলচেমন আরা ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ মঞ্জুর আলম।

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।