সিবিএন ডেস্ক:
অবসাদ কমানোর ওষুধ খেলে কমছে ডায়াবেটিসের সমস্যা। তেমনই বলছে হালের সমীক্ষা।

অনেকে একইসঙ্গে ডায়াবেটিস ও অবসাদে ভোগেন। ডায়াবেটিস ধীরে ধীরে স্বাস্থ্যের হাল খারাপ করে দেয়। বাড়াবাড়ি রকমের হলে এর কারণে এক সময় হৃদযন্ত্র, কিডনি ও অন্যান্য অঙ্গ বিকল হয়ে যেতে পারে। কিন্তু এই ডায়াবেটিসই আরও বিপজ্জনক হয়ে ওঠে অবসাদের কারণে। আক্রান্ত ব্যক্তি যদি অবসাদেও ভোগেন, তাহলে রক্তে শর্করার মাত্রা প্রচণ্ড দ্রুত বাড়তে থাকে।

যারা অবসাদ কমাতে ওষুধ খান, তাদের ক্ষেত্রে বিষয়টি উল্টো। তাদের ডায়াবেটিসের ভয়াবহতাও একইসঙ্গে কমে যায়। সম্প্রতি তাইওয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমনই প্রমাণ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, অবসাদ কাটাতে যারা ওষুধ খাচ্ছেন, তাদের ডায়াবেটিসের সমস্যার পরিমাণও কমছে। অর্থাৎ কমে যাচ্ছে রক্তে শর্করার মাত্রা। ৩৬ হাজার ২৭৬ জনের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, অবসাদ কমানোর ওষুধ নিয়মিত খেলে ডায়াবেটিসের কারণে তৈরি হওয়া হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায়। ফলে ভবিষ্যেতে ডায়াবেটিসের চিকিৎসায় অবসাদের ওষুধ কাজে লাগানো হতে পারে বলে আশা গবেষকদের। সূত্র: আনন্দবাজার।