এম.এ আজিজ রাসেল :
করোনার অজুহাতে বাস টিকেটের অতিরিক্ত দাম নিচ্ছে বিভিন্ন পরিবহন। এই অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়। বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ঝাউতলায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে সেবার মূল্য তালিকা ও টিকেটের অতিরিক্ত মূল্য রাখার দায়ে তিন বাস কাউন্টারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারমধ্যে শ্যামলী এন আর ট্রাভেলকে ১৬ হাজার টাকা, শ্যামলী পরিবিহনকে ৫ হাজার টাকা ও সোহাগ পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবহন ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য তালিকা প্রদর্শন, মূল্য বেশি না রাখার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন সদর মডেল থানার একদল চৌকস সদস্য। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।