অনলাইন ডেস্ক
পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বোমা হামলায় ৯ চীনা নাগরিকসহ ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে দু’জন পাকিস্তানী সেনাও রয়েছে। কোহিস্তানের একটি জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার সময় এই বোমা বিস্ফোরণ ঘটে। তবে বোমাটি রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল, নাকি বাসের মধ্যেই ছিল, তা এখনো নিশ্চিত নয়। খবর বিবিসির।

এ ঘটনাকে পাকিস্তান সরকারের একজন মুখপাত্র কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ান বলছেন, পাকিস্তান এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং সে দেশে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশা করেন।

উল্লেখ্য, বিস্ফোরণের সময় বাসে কয়েক ডজন যাত্রী ছিল। এদের সহযাত্রী ছিল চীনা ইঞ্জিনিয়ার, যারা কোহিস্তানের ওই জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন। বিস্ফোরণের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।