সিবিএন ডেস্ক:
গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনা শনাক্ত ও মৃত্যু আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১০ জন, যা এর আগের ২৪ ঘণ্টায় ছিল ২০৩ জন। এর আগে ১২ জুলাই ২২০ জন এবং ১১ জুলাই ২৩০ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। আজকের ২১০ জন নিয়ে দেশে টানা চতুর্থ দিনের মতো করোনায় আক্রান্ত হয়ে দৈনিক ২০০ এর ওপরে মানুষের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন ১৭ হাজার ৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন, যা তার আগের ২৪ ঘণ্টায় ছিল ১২ হাজার ১৯৮ জন। নতুন করে শনাক্ত হওয়া ১২ হাজার ৩৮৩ জনকে নিয়ে দেশে শনাক্ত সাড়ে ১০ লাখ ছাড়িয়ে গেলো। সরকারি হিসেবে দেশে এ পর্যন্ত শনাক্ত হলেন ১০ লাখ ৫৯ হাজার ৪৩৮ জন।

বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ২৪৫ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন আট লাখ ৯৭ হাজার ৪১২ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬১ শতাংশ।