হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড মুহুরীপাড়া নিবাসী, প্রবীণ শিক্ষক মাওলানা জাকের হোসাইন (জাকের স্যার) সোমবার (১২ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি পাঁচ ছেলে, এক মেয়ে সন্তানের জনক।
১৩ জুলাই যোহরের নামাজের পর লিংকরোড মধ্যম মুহুরীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
নামাযে জানাযায় ইমামতি করেন, মরহুমের কনিষ্ঠ ছেলে হাফেজ শাহেদ।
জানাযাপূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ আলেমেদ্বীন আব্দুল গফুর, লিংকরোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, স্থানীয় মেম্বার কুদরত উল্লাহ সিকদার, মুহুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বশর, মরহুমের বড় ছেলে আবু বকর। এছাড়াও নামাযে জানাযায় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, মরহুমের শিক্ষার্থীবৃন্দসহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা শরীক হন।নামাযে জানাযা শেষে মুহুরীপাড়া কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
প্রবীণ ও স্বজ্জন এ শিক্ষকের ইন্তেকালে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক সমাজ ও তাঁর প্রিয় শিক্ষার্থীবৃন্দসহ সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মাওলানা জাকের হোসাইন ( জাকের স্যার) কর্মজীবনে রামু উপজেলার গর্জনিয়া থোয়াংগের কাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় , চাকমারকুল মাতবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফতেখাঁরকুলের অফিসের চর কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় , মন্ডল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সর্বশেষ লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের গুরু দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ ইংরেজীতে লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন। একজন স্বজ্জন ব্যক্তিত্ব ও আদর্শ শিক্ষক হিসেবে তিনি পরিচিত মহলে সমাদৃত ছিলেন।
প্রিয় এ শিক্ষকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী, লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান, মরহুমের ছাত্র, লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক ও আলোর দিশারী যুব পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রমুখ।
তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।