মোঃ জয়নাল আবেদীন টুক্কু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম পাহাড়ের আমঝিরিপাড়া উপজাতি পল্লীতে চিকিৎসা সহায়তা দিলেন ১১বিজিবি। রবিবার (১২জুলাই) নাইক্ষ্যংছড়ি বিজিবি জোনের উদ্যোগে এ দূর্গম পাহাড়ি এলাকার নারী-পুরুষ ও শিশুদের মাঝে দিনব্যাপী চিকিৎসা সহায়তা ও ঔষুধ বিতরণ করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের দুর্গম ৩নং ওয়ার্ডে সম্প্রতি প্রতিটি ঘরে ঘরে ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়ে ওই এলাকার উপজাতি নারী-শিশু ও পুরুষ।

ডায়রিয়া আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হলে এ নিয়ে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকা। এ দিন ডায়রিয়ায় আক্রান্ত ১৪জন উপজাতি দ্রুত উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে ছুটে আসেন। ১১বিজিবি’র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ জাহিদুল ইসরাম জানান, আমঝিরিপাড়াসহ পার্শ্ববর্তী এলাকার অন্যান্য মানুষের চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়।

এ অবস্থায় ১১ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল আব্দুল আজিজ আহমেদ এর দিকনির্দশনায় এসব গ্রামের মানুষের চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে যান নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির জোয়ানরা। এসব এলাকার কয়েক শত পাহাড়িদের মাঝে বিজিবি চিকিৎসা সহায়তা ও ঔষুধ বিতরণ করেন। এদেক নাইক্ষ্যংছড়ি হাসপাতাল সূত্রে জানা গেছে ডায়রিয়া আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে দু’একজন ছাড়া বাকিরা বাড়িতে ফিরছেন।