ইমাম খাইর, সিবিএন:

কঠোর লকডাউনের ১২ তম দিনে কক্সবাজার জেলায় ১৬২ জনকে পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ৯৭,৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোট ৩৪ অভিযানে মামলা হয়েছে ১৬০টি।  তবে, এ দিন কাউকে জরিমানা করা হয় নি।

সোমবার (১২ জুলাই) রাত ৯টার দিকে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জেএম শাখা) কাজী মাহমুদুর রহমান।

তিনি জানান, ১২ জুলাই পর্যন্ত জেলায় ৩৭৪টি অভিযান পরিচালিত হয়েছে। সেখানে মামলার সংখ্যা ২১৭৯ টি। মোট ২২৮৭ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে ১৬ লক্ষ ৩৫ হাজার ১৭০ টাকা। কারাদন্ড হয়েছে ৩ জনের।

কঠোর লকডাউনে জরুরি সেবা প্রদানকারী দপ্তর-সংস্থা ছাড়া শপিংমল-দোকানপাট বন্ধ রয়েছে। কিছু ছোটখাটো দোকানদার অতি সঙ্গোপনে ব্যবসা করছে। বেশ কিছু জায়গায় প্রশাসনের অভিযানে ইঁদুর-বিড়ালে খেলাও চলতে দেখা গেছে। দিনদিন বাড়ছে সড়ক ও বাজারে লোক সমাগম। কমে যাচ্ছে লকডাউন মানার প্রবনতা।

উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়। চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।