নিজস্ব প্রতিবেদক:
শহীদ ওমর ফারুক ত্রিপুরা মসজিদ কমপ্লেক্স ফান্ডের জন্য ইনফাক লিস সুন্নাহ-এর পক্ষ থেকে নগদ ১ লক্ষ ১ হাজার টাকা অনুদান পাঠানো হয়েছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে ইসলামি ব্যাংক কক্সবাজার শাখার মাধ্যমে অনুদান পাঠানোর সময় ইনফাক লিস সুন্নাহ উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- পার্বত্য নিউজ প্রতিনিধি ও কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, সলিড মধুর স্বত্বাধিকারী আজিব চৌধুরী ও এনএফ ট্রাভেলের মার্কেটিং ডিরেক্টর তাহসিন মোহাম্মদ ইসমাইল।
সার্বিক বিষয় সমন্বয় করেন উদ্যোক্তা আমিনুল ইসলাম হাসান।
পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ির ত্রিপুরা সম্প্রদায়ের সদস্য মোহাম্মদ ওমর ফারুককে ১৮ জুন রাত আটটার দিকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয়।
একসময় খ্রিস্টান ধর্ম পালন করা ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা প্রায় সাত বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
পরে দ্বীন-ধর্ম শিখে নিজের ভূমিতে মসজিদ প্রতিষ্ঠা করে ওই মসজিদে নিজেই ইমামতি করতেন।
মূলতঃ ইসলাম প্রচারের অভিযোগে ওমর ফারুককে হত্যা করে পাহাড়ি উগ্রবাদী সন্ত্রাসীরা।
ওমর ফারুকের ঈমানি চেতনাকে ধারণ করে ‘ইনফাক লিস সুন্নাহ’ নামক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে।