ইমাম খাইর, সিবিএনঃ
ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন উপজাতি সম্প্রদায়ের লোকজনের খোঁজ নিতে ছুটে গেলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

এ সময় তিনি অসহায় ১৬ জন রোগীর প্রত্যেককে নগদ ১০০০ টাকা ও ২০ কেজি করে চাল দেন।

এছাড়া নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের সার্বিক খোঁজখবর নেন তিনি।

পাশাপাশি হাসপাতালের বিভিন্ন কক্ষ ও সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

ত্রাণ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।