প্রেস বিজ্ঞপ্তি: গর্জনিয়া ও কচ্ছপিয়ার কৃতি সন্তান এলাকার গৌরব, ইসলামী সংগীত শিল্পী আনোয়ার হোসাইন আজাদ – বিশ্বের অন্যতম ও প্রাচীনতম দ্বিতীয় বিশ্ববিদ্যালয় (মিশর) “আল আজহার ইউনিভার্সিটি” তে ভর্তি চান্স পেয়েছে।
এতে তার এলাকার মানুষ অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন সহ মহান আল্লাহর দরবারে সার্বিক সফলতা কামনা করেছেন।
আনোয়ার ইতিমধ্যেই ইসলামী সংগীত এর জন্য দেশব্যাপী খুবই জনপ্রিয় একটি নাম।
আনোয়ার হোসেন আজাদ’র জন্য “The RK Team” ইউটিউব টিম এর পক্ষ থেকে শুভ কামনা ও অভিনন্দন জানিয়েন Youtube চ্যানেলটির টিম লিডার রেজাউল করিম রেজা
ইসলামী সংগীত শিল্পী আনোয়ার মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেলেন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
