প্রেস বিজ্ঞপ্তি:

মাকে চরম নির্যাতন ও প্রথম সন্তানের বিধবা স্ত্রী ও ২ এতিম সন্তানদের ঘর থেকে বের করে দেয়ার দায়ে নতুন বাহারছড়া নিবাসী মরহুম নুরুল ইসলামের ছেলে নুরুল আবছার প্রকাশ বাক্কাইয়াকে নতুন বাহারছড়া সমাজের সদস্য পদ থেকে সাময়িক ভাবে বহিস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার পিতার জীবদ্দশায় ঘর বাড়ি সমান অংশে উভয় পক্ষকে পিতা দানপত্র করে দিলেও নুরুল আবছার তা মানতে নারাজ। বরং নুরুল আবছার ক্ষিপ্ত হয়ে মা, বড় ভাইয়ের বিধবা স্ত্রী ও ২ এতিম সন্তানদের ঘর থেকে বের করে দেয়।

মরহুম নুরুল ইসলামের স্ত্রী এ বিষয়ে সমাজ কমিটি বরাবরে একখানা লিখিত অভিযোগ করলে সমাজ কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুসারে তার উপর এই পদক্ষেপ গ্রহণ করেন। নুরুল আবছার ইতিপূর্বে সমাজ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধেও সামাজিক গণমাধ্যমে (ফেইজবুক) মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যে প্রনোদিত ভাবে সমাজের নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন ও অপপ্রচার চালায়। সমাজ কমিটির নেতৃবৃন্দ গৃহহীন বিধবা স্ত্রী, পুত্র বধু, ২ এতিম সন্তানের মানবেতর অবস্থা বিবেচনা করে তার প্রাপ্য ঘর বুঝিয়ে দেয়ার সিদ্ধান্তও গ্রহণ করেন। এক পর্যায়ে সমাজ কমিটির নেতৃবৃন্দের খরচে তাদের পৃথক ভাবে উক্ত ভিটে বাড়িতে ঘর নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়। নতুন বাহারছড়া জামে মসজিদ প্রাঙ্গনে ০৯/০৭/২০২১ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এতে অত্র সমাজের শতাধিক সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।