মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার ৬ টি উপজেলার ভূমি অফিসে নতুন ৬ জন সহকারী কমিশনার (ভুমি)/এসি ল্যান্ড নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা ভূমি অফিস সমুহ হচ্ছে চকরিয়া, রামু, টেকনাফ, মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়া।

গত ২৯ জুন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত ৩৬৯ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে চকরিয়া, রামু, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় মোট ৩৮ জন একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে এসি ল্যান্ড হিসাবে পদায়ন করেন।

চকরিয়া :

কক্সবাজার জেলায় নতুন পদায়ন হওয়া এসি ল্যান্ড গণের মধ্যে, চকরিয়া উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে মোঃ রাহাত উজ জামান (১৮৩৪৯) কে নিয়োগ দেওয়া হয়েছে। মোঃ রাহাত উজ জামান কুমিল্লা জেলার বাসিন্দা। অপরদিকে, চকরিয়ার বর্তমান এসি ল্যান্ড তানভীর হোসেন (১৭৭১৮) কে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার পৃথক এক প্রজ্ঞাপনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

রামু :

রামু উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে রিগ্যান চাকমা (১৮১৭৯) কে নিয়োগ দেওয়া হয়েছে। রিগ্যান চাকমা বর্তমানে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার এসি ল্যান্ড হিসাবে কর্মরত আছেন। তাঁর নিজ বাড়ি ও শ্বশুর বাড়ি খাগড়াছড়ি জেলায়। রিগ্যান চাকমা’কে গত ২০ জুন চকরিয়ার এসি ল্যান্ড হিসাবে পদায়ন করা আদেশটি একইসাথে বাতিল করা হয়েছে।

মহেশখালী :

মহেশখালী উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে মোহাম্মদ সাইফুল ইসলাম (১৮৪৩২) কে নিয়োগ দেওয়া হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলামের নিজ বাড়ি খাগড়াছড়ি এবং শ্বশুর বাড়ি ময়মনসিংহ জেলায়। অপরদিকে, মহেশখালী উপজেলার বর্তমান এসি ল্যান্ড এস.এম জাহাঙ্গীর আলম (২০৬৮০) কে পৃথক আরেকটি আদেশে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এসি ল্যান্ড হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

টেকনাফ :

টেকনাফ উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে মোঃ এরফানুল হক চৌধুরী (১৮৩৪৮) কে নিয়োগ দেওয়া হয়েছে। মোঃ এরফানুল হক চৌধুরী’র নিজ বাড়ি চট্টগ্রাম জেলায়।

কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে জাকির মুন্সী (১৮৩২৪) কে নিয়োগ দেওয়া হয়েছে। জাকির মুন্সী নিজ বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

পেকুয়া :

পেকুয়া উপজেলায় নতুন এসি ল্যান্ড হিসাবে আসিফ আল জিনাত (১৮৫২১) কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৬ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত ৩০৯ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞপনে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। আসিফ আল জিনাতের নিজ বাড়ি জামালপুর জেলায় এবং শ্বশুর বাড়ি পাবনা জেলায়।

প্রসঙ্গত, কক্সবাজার জেলায় এর আগে কখনো একসাথে ৬ জন এসি ল্যান্ড নিয়োগ দেওয়া হয়নি।