সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, “প্রয়াত নজরুল ইসলাম চৌধুরী ছিলেন কক্সবাজারের মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতির অনন্য দৃষ্টান্ত। তিনি সবসময় দল এবং তৃনমূলের নেতাকর্মীদের জন্য নিবেদিত ছিলেন। তাঁর দীর্ঘ রাজনীতির ত্যাগ জেলা আওয়ামী লীগ শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজীবন।” বৃহস্পতিবার বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র মুজিব আরও বলেন, “কক্সবাজারের আওয়ামী রাজনীতিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নজরুল ইসলাম চৌধুরীর শূন্যতা কখনো পূরণ হবার নয়, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে স্বজন হারানোর ব্যাথা সইবার শক্তি দিন।”

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় অন্যন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড.বদিউল আলম সিকদার, রেজাউল করিম, আশেক উল্লাহ রফিক এমপি, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, মুক্তিযোদ্ধা এসএম কামাল উদ্দিন, এড.তাপস রক্ষিত, এমএ মঞ্জুর, ড.নুরুল আবছার, বদরুল হাসান মিল্কী, মরহুমের ভাই এড.মমতাজুল ইসলাম চৌধুরী, মাস্টার সিরাজুল ইসলাম চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসাইন।

পরে বইল্যাপাড়া কবরস্থানে মরহুম নজরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত করেন মেয়র মুজিবুর রহমানসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের ৮ জুলাই করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক।