ইমরান আল মাহমুদ:
করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর লকডাউন বাস্তবায়নে শক্ত অবস্থানে রয়েছে উখিয়া উপজেলা প্রশাসন। জনগণকে সতর্কতার পাশাপাশি জরিমানার আওতায়ও আনা হচ্ছে। সেই সঙ্গে অসহায়, কর্মহীনদের খাবার সামগ্রী দেয়া হচ্ছে।

বুধবার (৭ জুলাই) উপজেলা বিভিন্ন স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ জনকে ২৮ হাজার২০০ টাকা জরিমানা করা হয়। ৩টি অভিযানে মামলা হয়েছে ২২টি।

লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, বুধবার উপজেলার বিভিন্ন স্টেশনে মোবাইল কোর্ট ও লকডাউন চলাকালে অযথা বের হওয়া জনসাধারণকে সতর্ক করা হয়।