এ.এম হোবাইব সজীব,মহেশখালী:
মহেশখালী উপজেলার ভিজিএফ ও ভিজিডির কর্মসূচির ২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সেখানে প্রতি বস্তায় ৩০ কেজি করে ৬০০ কেজি চাউল হবে।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা চৌকিদার আব্দুসত্তার ও তার ভাই মোস্তাকসহ ৩টি বাড়ী থেকে ৩০ কেজির ২০ বস্তা এসব চাল উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট এসএম আলমগীর।
এসিল্যান্ড জানান, চৌকিদার ও তার ভাইয়ের বাড়িতে সরকারি ভিজিডি কর্মসূচির চাল মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে তিনি অভিযান পরিচালনা করেন। অভিযানে তার বাড়িসহ তিন বাড়ি থেকে আনুমানিক ২০ বস্তা চাল উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বলে জানান।
জানাগেছে, ওই দিন সকালে বৃষ্টির সময় ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন মানুষের নাম দিয়ে বিভিন্ন কার্ডের অনুকুলে এই চাল নিয়ে যান বলে অভিযোগ উঠেছে চৌকিদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।