মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযান একের পর এক সফলতা অর্জন করে চলছে।
ধারাবাহিক এ অভিযানে এবার ১৩ টি গরু সহ এক ব্যক্তিকে আটক করেছে। তার নাম কামাল মিয়া (৩৩)। সে নাইক্ষ‌্যংছড়ি সদর ইউপির চেরারকুল এলাকার বশির আহাম্মদের ছলে।

পুলিশের সূত্রে জানা যায় ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় এসআই অমর চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের একটি দল ৬ জুলাই রাত দোড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় উপজেলার সদরের চেরারকুলের জনৈক আবুল হোসেনের বাড়ীর পশ্চিম পাশের বাগানের ভিতর থেকে বিভিন্ন রংয়ের ও আকৃতির এসব গরু উদ্ধার করেন। এতে বলদ ৭ টি, ষাড়- ৬টি, মোট- ১৩ টি গরুসহ চোরাকারবারী কামালকে আটক করতে সক্ষম হন পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, কামাল মিয়া পুলিশের কাছে স্বিকার করে বলেন, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সহ তার সহযোগীরা চোরাইপথে অবৈধভাবে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার হইতে বাংলাদেশে এসব গরু নিয়ে আসেন।

এ বিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।