শেফাইল উদ্দিনঃ
লকডাউনে আয় রোজগার নাই। পরিবার নিয়ে খুব কষ্টে। সংসারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই জীবিকার সন্ধানে বড়শি দিয়ে মাছ ধরতে বের হয়ে গিয়েছিলেন দিনমুজর নুর মোহাম্মদ। নিয়তির নির্মম পরিহাস, ফেরা হলোনা মাছ নিয়ে। ঘরে ফিরলেন লাশ হয়ে।

সোমবার (৫ জুলাই) সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বটতলী ঘাট থেকে ডুবুরিদের সহযোগিতায় হতভাগার লাশ উদ্ধার করা হয়।

নুর মোহাম্মদ কক্সবাজার সদরের ঈদগাঁও পশ্চিম ভাদিতলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

দিনমজুর নুর মোহাম্মদসহ এলাকার ১০/১২জন মিলে ডুলাহাজরা বটতলী ধোয়ার কুমে বড়শি দিয়ে গত রবিবার মাছ ধরতে যায়। বর্ষি দিয়ে মাছ ধরতে বসা অবস্থা থেকে হঠাৎ সে পানিতে ঝাঁপ দেয়।নদীর পানিতে ডুবে যাওয়া থেকে না উঠলে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু পাওয়া যায়নি। খবর পেয়ে এলাকার মেম্বার বজল আহমেদের নেতৃত্বে লোকজন গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঈদগাঁও ইউনিয়নের মেম্বার বজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লোকজন নিয়ে গিয়ে ডুলাহাজরা চেয়ারম্যান আমিনের সহযোগিতায় ডুভুরির মাধ্যমে লাশ উদ্ধার করে নিয়ে আসি।

নুর মোহাম্মদের মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি আশ্রয়হীন হয়ে পড়েছে। অসহায় পরিবার জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেছেন।