সংবাদ বিজ্ঞপ্তি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক, দেশের বিশিষ্ট নৃবিজ্ঞানী ড. রাহমান নাসির উদ্দীন রচিত গবেষণামূলক গ্রন্থ ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস থেকে ২০২০ সালে প্রকাশিত “দ্য রোহিঙ্গা: এন এথনোগ্রাফি অফ সাবহিউম্যান” বইটি নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনভেনশন অফ এশিয়ান স্কলারস্ (আইসিএএস) সারা বিশ্বে সামাজিক বিজ্ঞানের উপর লিখিত বইয়ের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে তালিকাভুক্ত করেছে।
আইসিএএস এক মেইল বার্তায় জানিয়েছে, ড. নাসিরের উক্ত গ্রন্থটিকে ২০২০ সালে প্রকাশিত বইয়ের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং ২০১৯-২০২০ সালে প্রকাশিত পাঁচটি বইয়ের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
আইসিএএস এর শ্রেষ্ঠ বই পুরস্কার হচ্ছে সামাজিক বিজ্ঞানের উপর লিখিত বইয়ের মধ্যে অন্যতম একটি আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কার।