শাহেদুল ইসলাম মনির ,কুতুবদিয়া :

কুতুবদিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌ-বাহিনীর সহায়তায় চতুর্থ দিনে ২০ মামলায় ১১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৪জুন) অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট ডা. নুরের জামান চৌধূরী।

সরকারি বিধিনিষেধ অমান্য করা, অপ্রয়োজনীয় চলাচল রোধ, দোকানপাট খোলা, টমটম, মোটরসাইকেল চালানো মাস্ক পরিধান না করা , সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে এই অর্থদন্ড প্রদান করা হয়।

জানা যায়, সরকারের নির্দেশনায় উপকূল এলাকায় গত ১ জুলাই ২০২১ হতে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে এবং চট্টগ্রাম নৌ অঞ্চল হতে ৬টি কন্টিনজেন্ট ভালা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী

অন্যদিকে খুলনা নৌ অঞ্চল হতে ২টি কন্টিনজেন্ট মোংলা বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলায় এলাকায় ‘In Aid to Civil Power এর আওতায় কাজ করছে।

এ পর্যন্ত কুতুবদিয়ায় ৭২ মামলায় ২৩ হাজার ৬ শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

১ম দিনে ১৭ মামলায় ৩ হাজার ২০০টাকা,
২য় দিনে ২০ মামলায় ৪ হাজার ৫৫০ টাকা,
৩য় দিনে ১৫ মামলায় ৪ হাজার ৪০০টাকা এবং ৪র্থ দিনে ১১হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।