ইমাম খাইর, সিবিএনঃ
সরকার নির্দেশিত লকডাউন আইন অমান্য, অনর্থক ঘোরাঘুরিসহ নানা অভিযোগে কক্সবাজার জেলায় ২১৪ জনকে ১ লক্ষ ৬৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ জুলাই) দিনব্যাপী পরিচালিত ৩০ অভিযানে মামলা হয়েছে ২০৭ টি। তবে, কাউকে কারাদন্ড দেয়া হয় নি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এই তথ্য জানিয়েছেন।

সাত দিনের লকডাউনের প্রথম দিন (১ জুলাই) ১৭২ জনকে ৯১,৬৫০ টাকা এবং দ্বিতীয় দিন (২ জুলাই) ২১৮ জনকে ১ লক্ষ ৮৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।

তৃতীয় দিন (৩ জুলাই) ২২৫ জনকে ১ লক্ষ ৫৪ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এদিন মোট ৩৩টি অভিযানে মামলা হয়েছে ২০৯টি। মোবাইল কোর্টের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে ৩ জনকে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আরোপিত কঠোর বিধি-নিষেধের ফলে কর্মহীন অটোচালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

রবিবার শহরের বিভিন্ন স্পটে খাবার সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন।