আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের তৃতীয় দিনে লোহাগাড়ায় ৩১টি মামলায় ৪৩৯০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার ( ৩ জুলাই) সকাল থেকে বিকাল পযর্ন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব জিতু।

অভিযানে সাথে ছিলেন সেনাবাহিনী ক্যাপ্টেন মুক্তাদির আহমেদ আসিফ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সমির চক্রবর্তীসহ থানার আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের তৃতীয় দিনে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।

আজ অযথা মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরির দায়ে বিভিন্ন জনকে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ৩১টি মামলায় ৪ হাজার ৩৯০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।