শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
লকডাউনে কুতুবদিয়াতে ৩দিনে ৫২ মামলায় ১২ হাজার ১ শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সরকারি বিধিনিষেধ অমান্য ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে দোকানপাট খোলা, টমটম, মোটরসাইকেল চালানো ও বাজারে জমায়েত করার দায়ে এই অর্থদন্ড প্রদান করেন বলে জানা যায়।

শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরকারি বিধিনিষেধ অমান্য করায় তৃতীয় দিনও
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ টি মামলায় ৪ হাজার ৪ শত টাকা অর্থদন্ড প্রদান করেছে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: নুরের জামান চৌধুরী।

উপজেলার সূত্রে জানা যায়, লকডাউনে তিন দিনে ৫২ মামলায় ১২ হাজার ১ শত ৫০ টাকা জরিমানা করেছেন।

এর মধ্যে ১ম দিনে ১৭ মামলায় ৩ হাজার ২০০টাকা, ২য়দিনে ২০ মামলায় ৪ হাজার ৫৫০ এবং ৩য় দিনে ১৫ টি মামলায় ৪ হাজার ৪শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশসহ নৌ-বাহিনীর কন্টিজেন্ট কমান্ডার: লে: কমা: এম জহিরুল ইসলামের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল।