ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ জুলাই) ভোর চারটার দিকে দরিয়ানগর এলাকায় (হিমছড়ির আগে) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

তবে, ভোরে পাহাড় ধস হওয়ায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও হয়নি।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী স্কেভেটর দিয়ে মাটি সরানোর কাজ শুরু করে।

সড়কে মাটি এসে পড়ায় কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। বর্তমানে প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে।

শনিবার সকাল ১১টায় এই রিপোর্ট লেখাকালে মাটি সরানোর কাজ অব্যাহত রেখেছে সেনাবাহিনী।