ইমাম খাইর, সিবিএন:
সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে কক্সবাজার জেলায় ২১৮ জনকে ১ লক্ষ ৮৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।

পৃথক ৩০টি অভিযানে মামলা হয়েছে ২১৪ টি।

তবে, অর্থদন্ড দেয়া হলেও কাউকে কারাদন্ড দেয়া হয় নি।

শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।

লকডাউনের প্রথম দিন (১ জুলাই) জেলায় ১৭২ জনের নিকট থেকে ৯১,৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

পৃথক ৫০টি অভিযানে মামলা কার হয় ১৬১টি। এদিনও কাউকে কারাদণ্ড দেয়া হয়নি।

এদিকে, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও জেলায় কঠোরভাবে লকডাউন পালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পৃথক অভিযান পরিচালনা করেন। বিজিবি, পুলিশ, আনসার টিমও কাজ করতে দেখা যায়। জোরদার ছিল সেনা টহল। রিক্সা, মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে সাধারণ পথচারীদেরও তল্লাসী চালানো হয়। সুনির্দিষ্ট কারণ, পরিচয়পত্র প্রদর্শন ছাড়া কাউকে সহজে ছাড়া হয়নি। ব্যাটারিচালিত রিক্সাগুলোকে সতর্ক করেছে বিজিবি।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ নিজেই দ্বিতীয় দিনের মতো লকডাউনের মাঠে ছিলেন। সতর্ক করেছেন সাধারণ মানুষজনকে। নিজ হাতেই পথচারীদের মাস্ক পরিয়ে দিয়েছেন।

তবে, শহরে লকডাউন মানার প্রবণতা দেখা গেলেও আশপাশের এলাকা নুনিয়ারছরা, ঠুঁঠিয়াপাড়া, সমিতিপাড়া, নাজিরারটেক, ঘোনারপাড়া, পাহাড়তলী, কলাতলী, আদর্শগ্রাম, মোহাজেরপাড়ায় জমজমাট আড্ডা চলছে বলে স্থানীয়দের মারফত জানা গেছে।

এসব এলাকায় সচেতনতা তৈরীতে অভিযান চালানোর দাবি ওঠেছে।