আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে টানা বৃষ্টিতে পানিবন্দি পরিবারের মাঝে শুঁকনো খাবার পৌঁছে দিলেন চেয়ারম্যান এম ডি জুনা্ঈদ।

বৃহস্পতিবার ( ১ জুলাই ) বিকাল থেকে পানিবন্দি প্রায় শতাধিক পরিবারের মাঝে এ শুঁকনো খাবার পৌঁছে দেন তিনি।

এর আগে সকালে পানিবন্দি এলাকাগুলো পরিদর্শন করেন। শুকনো খাবারের মধ্যে রয়েছে, চিড়া ১ কেজি, চিনি ১ কেজি, বিস্কুট ১ প্যাকেট, মুড়ি ১কেজি ও পাউরুটি ১টি।

এসময় তিনি বলেন, টানা বৃষ্টিতে ডলু খাল ও হাতিয়ার খালে পানির পরিমান বৃদ্ধি পাওয়ায় খালের পাড় ভেঙ্গে বড়হাতিয়া কয়েকটি গ্রামে প্রবেশ করেছে। যার ফলে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়।

সকালে পানিবন্দি এলাকা ও ভাঙ্গনকৃত স্থান পরিদর্শন করি। বিকালে পানিবন্দি পারিবার গুলোর মাঝে শুঁকনো খাবার পৌঁছে দিয়েছি। আমার এলাকার কোন মানুষ যাথে পানিবন্দি হয়ে অনাহারে না থাকে সেজন্য এ শুকনো খাবার পৌঁছে দিলাম ।