মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কাঠ মিস্ত্রি আব্দুল গণি প্রকাশ রকি হত্যার প্রধান আসামি মো. মাঈনুদ্দীনকে (২৫) গ্রেপ্তার করেছে। (৩০ জুন) বুধবার সকালে কক্সবাজার সদর উপজেলার সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছেন বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন। মাঈনুদ্দীন সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা ৭ নং ওয়ার্ড বালার পাড়ার আব্দুল গণির ছেলে।

জানা যায়, গত ২৪ জুন বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর ইউনিয়নের দোভাষী পাড়া এলাকার বসু মতির দিঘির পশ্চিম পার্শ্বে রেল লাইনে ধৃত আসামিদের নিয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার সময় ঝগড়ার এক পর্যায়ে রকিকে গ্রেপ্তারকৃত মাঈনুদ্দীন ছুরিকাঘাত করে। পরে ২৫ জুন সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকি মারা যান। ২৬ জুন শনিবার রকির বাবা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করলে সোহেল ও শফিকুল নামে ২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পূর্বে গ্রেপ্তারকৃত আসামিদের দেখানোমতে রকি হত্যার প্রধান আসামি মাঈনুদ্দীনকে বুধবার সকালে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়।