মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ির উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে আবারো ১১১৫ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়েছে। তার নাম মোঃ নূর ফয়েজ (২৪) পিতা মোঃ ইউসুফ।
সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ব্লক-বি, হেড মাঝি জালাল আহমদ, শেড মাঝি আমান’র বস্তির আশ্রিত রোহিঙ্গা বলে জানা গেছে।
বুধবার (২৩ জুন) নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর নির্দেশনায়,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই আল আমিন, এএস আই রবিউলসহ পুলিশের একটি দল ঘুমধুম ইউপির বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়কস্থ আবু তাহের (ভূট্টু)র বাড়ির সামনে থেকে তার হাতে থাকা ব্যাগে তল্লাশি করে এসব ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হন পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় ৩লক্ষ ৩৪ হাজার ৫শত টাকা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, তার বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তবে পুুুুলিশের ধারাবাহিক এ অভিযান চলমান আছে থকবে।